বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশেও ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ দাম হ্রাস পাচ্ছে। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। সারা দেশে আগামীকাল সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ২৪ ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৪৮ টাকা দাম কমেছিল।