ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা l
ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে গতকাল তারা সড়কে অবস্থান নেন। এ সময় ২ ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল l
জানা যায়, চাকরিচ্যুতদের প্লাটফর্ম ‘সহযোদ্ধা’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করেন চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ সময় ‘সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ লেখা ব্যানার প্রদর্শন করে নানা স্লোগান দেয়া হয়। এতে জাহাঙ্গীর গেট, মহাখালী, বনানী, তেজগাঁও, বিজয় সরণিসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটে আটকা পড়ে বিমানবন্দরগামী যাত্রীরাও। পরে সেনাবাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠকের পর বেলা ১টায় তারা সড়ক ছেড়ে দেন।
আন্দোলনরতদের দাবি—চাকরিচ্যুতির সময় থেকে এখন পর্যন্ত বেতন, ভাতাসহ চাকরি পুনর্বহাল করতে হবে, যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল সম্ভব না হয়, তাহলে তাদের সরকারি সব সুবিধাসহ পেনশনের আওতাভুক্ত করতে হবে এবং যেসব আইনি কাঠামোর প্রয়োগে তাদের চাকরিচ্যুত করা হয়েছে তা সংস্কার করতে হবে।
সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে পর্ষদ গঠন করে দাবিগুলোর বিষয়ে আলোচনার আশ্বাস দেয়া হয়েছে। ‘সহযোদ্ধা’র প্রধান সমন্বয়ক নাঈমুল ইসলাম জানিয়েছেন, এ আশ্বাস পেয়েই সড়ক ছেড়েছেন তারা।